ইসলামের ইতিহাস অধ্যয়ন
আমরা যখন ইসলামের ইতিহাস অধ্যয়ন করি এবং যখন ইসলামী কিতাবাদি খুঁটিয়ে-খুঁটিয়ে পাঠ করি। তখন পরিষ্কার দেখতে পাই হুজুর সাঃ থেকে শুরু করে।
হযরত আদম আলাই সাল্লাম পর্যন্ত যতগুলো যুগ এসেছে। তার প্রতিটি যুগে সত্য ও মিথ্যার সংঘাত অনিবার্য ভাবে অব্যাহত ছিল। এটি একটি ব্যবস্থাপনায় বটে।
এবং এটি কুদরতী কারিশমা যে প্রতিটি যুগেই হক বাতিলের এই সংঘাতে। হক নিঃস্ব অবস্থায় মাঠে এসেছে আর মিথ্যা অবাধ্যতা অহংকার প্রতাপ বিত্ত ও শক্তি নিয়ে আত্মপ্রকাশ করেছে।
কিন্তু আমরা যখন ইতিহাসের পাতা উল্টায় তখন দেখতে পায়। চরম নিঃস্ব নিরীহ অবস্থায় ময়দানে আশা এই সত্যকে মহান আল্লাহ বিজয় দান করেন।
আরো পড়ুন
বাতিলের এই সংঘাত চিরন্তন ইতিহাসের প্রতিযোগ প্রতি জন ছাত্র জানা থাকা দরকার যে। ইতিহাসই বলে দেই যুগেই এযুগের সত্য কোনটা মিথ্যা কোনটি আমরা যদি নিরপেক্ষ ইতিহাস অধ্যয়ন করি।
আপনি চিন্ত শক্তিকে কিছুক্ষণের জন্য চৌদ্দশ বছর আগের যুগে নিয়ে যান তাহলে দেখতে পাবেন।
বাতিল যদি নমরুদের পোশাকে এসে থাকে তাহলে হক এসেছে ইব্রাহিমের নিঃস্ব তার অবস্তায়বা
তিল যদি ফেরাউনের আকারে এসে থাকে তাহলে হক এসেছে মুসারা দলে
বাতিলযদি বনী- ইসরাইলের রক্ত খোর মানুষগুলোর আকারে এসে থাকে তাহলে হক এসেছে ইসার আকারে
বাতিল যদি কায়সার কেসরার আকারে এসে থাকে তাহলে হক এসেছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর আকারে
বাতিল যদি হাজ্জাজ ইবনে ইউসুফ এর আকারে এসে থাকে তাহলে হক এসেছে হযরত আব্দুল্লাহ ইবনে যুবাইর এর আকারে
বাতিলযদি খলিফা মানসুরের এসে থাকে তাহলে হক এসেছে ইমাম আবু হানিফার আকারে
বাতিল যদি মুতাসিম বিল্লাহর আকারে এসে থাকে তাহলে হক এসেছে ইমাম আহমদ ইবনে হাম্বলের আকার
বাতিল যদি রাজা রঞ্জিত সিং এর আকারে এসে থাকে তাহলে হক এসেছে শাহ ইসমাইল এর আকারে
বাতিল যদি ইংরেজের আকারে এসে থাকে তাহলে হক এসেছে শাহ আব্দুল আজিজ এর আকারে
বাতিল যদি নানা চেতনার আকারে এসে থাকে তাহলে হক এসেছে উলামায়ে দেওবন্দের আকারে
প্রতিটি যুগে হক ও বাতিলের সংঘাত হয়েছে। আমরা বহু কিছু দেখেছি অনেক কাহিনী পড়েছি কিন্তু ইতিহাসের একজন ছাত্র হয়ে যাই হক পন্থী মানুষ কারা এবং প্রতিটি যুগে তারা কিভাবে ইসলামের জন্য কাজ করেছে।
সবাইকে বুঝার এবং আমল করার মত তৌফিক দান করুক।
আমিন