জন্ম গ্রহণের পূর্বে রাসূলে কারীম সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লামেরবরকত প্রকাশ
সূর্যোদয়ের পূর্বে সুবহে সাদিকের দুনিয়াজোড়াআলো
এবং রক্তিম পূর্ব দিগন্ত যেমন পৃথি8বীকে সূর্যোদয়ের
সুসংবাদ দান করে তেমনিভাবে নবুয়তের সূর্য উদয়ের
শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি
ওয়াসাল্লামের জন্ম মুহূর্ত যখন নিকটবর্তী হয়ে গেল
তখন দুনিয়ার বিভিন্ন স্হারে এমন সব ঘটনা ঘটতে
লাগলো যা স্পষ্ট ভাবেনবী করীমসাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম এরআগমনের শুভ সংবাদ
বহন করেছিল হাদিস বিশারদ ও ঐতিহাসিকদের
পরিভাষায় এগুলোকেইরহাসাত বা অপেক্ষামান
নিদর্শন বলা হয় নবী করীম সাল্লাল্লাহু আলাইহি
ওয়াসাল্লাম-এর শ্রদ্ধেয় মাতা আমিনা হতে বর্ণিত
যখন রাসূল সাল্লাল্লাহু আলাই সালাম
গর্ভের সন্তান হয়ে মাতৃগর্ভে স্হিতি লাভ করেন
তখন মা আমিনাকে স্বপ্নে সুসংবাদ দেওয়াহয় যে এই
শিশুটি যে এখন তোমার গর্ভে রয়েছেসেয়ে এ উম্মতের
নেতা যখন শিশুটি জন্ম নিবে তখন তুমি এই দোয়া
করবে আমি তাকে এক আল্লাহর আশ্রয় সম্পন্ন
করেছি এবং তার নাম রাখবে মোহাম্মদ
সীরাতে ইবনে হিশাম
তিনি আরো বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি
ওয়াসাল্লাম আমার গর্ভে আসার পর একবার
আমি একটি উজ্জ্বল আলো দেখতে পাই
সে আলোতে সিরিয়ার বসরা নগরীর বড় বড় প্রসাদ
আমার মা আমিনার সামনে পরিষ্কার হয়ে ফুলে উঠলো
তিনি আরো বলেন নবী করীম সাল্লাল্লাহু আলাইহি
ওয়াসাল্লাম গর্ভে থাকাকালীন আমার যতটুকু
হালকা ও সহজবোধ্য হয়েছে অন্য কোন মহিলাকে
আমি এমন হালকা ও সহয আবস্হায় দেখে নি
অর্থাৎ গর্ভে সন্তান থাকাকালে মহিলাদের যে বমি
বমি ভাব অলসতা ইত্যাদি সাধারণ উপসর্গ দেখা
দেয় সেসব কিছুই মা আমিনার অনুভূত হয়নি
এগুলো ছাড়া আরো অনেক ঘটনা প্রকাশ পেয়েছে
আরো পড়ুন
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সম্মানিত
পিতার ইন্তেকাল
নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও
ভূমিষ্ঠ হয়নি তার পিতা আব্দুল্লাহকে তার পিতা
অর্থাৎ নবীজির পিতামহ আব্দুল মুত্তালিব মদিনা
থেকে খেজুর নিয়ে আসার নির্দেশ দেন তাই
আব্দুল্লাহ রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি
ওয়াসাল্লামকে যান সেখানেই তিনি মারা যান এবং
এভাবে জন্মের পূর্বেই নবীজির মাতা পিতারস্নেহ
নিঃশেষ হয়ে যায়
আল্লাহ তায়ালা আমাদেরকে এবং সকল উম্মতের
মুসলিমদেরকে এই কথাগুলো থেকেই ইবরত হাসিল
করার মত তৌফিক দান করুক
আমিন